মার্চেই উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশ
মার্চেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হচ্ছে বাংলাদেশ। পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, জাতিসংঘ ইতোমধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, অর্জনগুলো নীতিনির্ধারকদের ৩ বছর ধরে রাখতে হবে।
একটি দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে সেই দেশের অবস্থান নির্ধারণ করে দুটি সংস্থা- বিশ্বব্যাংক এবং জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি- সিডিপি।
বিশ্বব্যাংকের মতে, এরই মধ্যে নিম্নমধ্যম আয়ের দেশ বাংলাদেশ। মার্চেই উন্নয়নশীল দেশের তালিকায় যাওয়ার সুখবর দেবে জাতিসংঘ।
এ মুহূর্তে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশের সংখ্যা ৪৮টি।