রাজশাহীতে ২৯ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বিষয়টি জানান।
তিনি জানান, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি প্রায় শেষপর্যায়ে। নগরীকে গেট, ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। আলোকসজ্জা করা হচ্ছে। জনসভাস্থল মাদরাসা ময়দানে নৌকাসদৃশ বিশালাকার মঞ্চ নির্মাণ শুরু হয়েছে। জনসভায় প্রায় ৫ লাখ মানুষ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
মতবিনিময়কালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, প্রধানমন্ত্রী এসে ২০টি প্রকল্পের উদ্বোধন করবেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ৯টির। এর বাইরে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে ৯টি দাবি জানানো হবে। রাজশাহীর উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী তার জনসভা থেকে এসব দাবি পূরণের ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।
নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শনিবার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।