“বিএনপি নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন বাতিল হবে” ঝিনাইদহে নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান এমপি
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
আগামী নির্বাচনেও যদি বিএনপি অংশ গ্রহন না করে তাহলে তাদের নিবন্ধন বাতিল হবে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান এমপি। তিনি বলেন, বিএনপি ২০১৪ সালের নির্বাচনে না এসে ভুল করেছে। এখনও সেই ভূলের খেসারত দিচ্ছে। শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নব-নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দুর্নিতী মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজা হয়েছে। এ মামলা করেছিল তত্বাবধায়ক সরকার। বিচারের রায় তো সরকার দেয়নি, আদালত দিয়েছে। আদালত ঠিক করবে তার সাজা বহাল থাকবে, নাকি বাতিল হবে। বিএনপির নেতৃবৃন্দ অকারণে আওয়ামী লীগ সরকার দোষারোপ করছেন। মন্ত্রী বলেন, দেশ থেকে পেট্টোল বোমার রাজনীতি চিরতরে স্তব্ধ করতে পরিবহন শ্রমিকরা সহযোগীতা করেছে। সন্ত্রাস করে যারা ক্ষমতায় যেতে চেয়েছিল তাদের হাত থেকে দেশকে মুক্ত করা হয়েছে। পরিবহণ সেক্টর ছাড়া দেশকে অগ্রগতির চাকা ঘুরবে না। এছাড়াও দেশে আগের চেয়ে দুর্ঘটনা ৪ ভাগ হ্রাস পেয়েছে। দুর্ঘটনা কমাতে সরকারের কর্মকান্ড, শ্রমিক ও মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য দুর্ঘটনা কমানো সম্ভব হয়েছে। তিনি শ্রমিকদের সাবধানে গাড়ী চালানোর উপদেশ দেন। জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম বকস্ দুদু, ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর, শ্রমিক নেতা সম্ভুনাথ চক্রবর্তী। এর আগে ফিতা কেটে নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু ও জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।