জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আনসার ও ভিডিপি’কে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আনসার ও ভিডিপি’কে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন: জনগন যেন তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সোমবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮ তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানন্ত্রী শেখ হাসিনা। এসময় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন: বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাস জড়িয়ে আছে। জাতির পিতা যখন স্বাধীনতার ঘোষণা দেন তখন স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গঠনের পর আনসার বাহিনী মেহেরপুরে তাকে সালাম প্রদান করে। তখন থেকেই বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারাদেশে বিস্তুৃত। তৃণমূল পর্যায়ে তারা নিরলসভাবে অবদান রেখে যাচ্ছে।
‘কিন্তু আনসার বাহিনীর নিজস্ব কোন পতাকা ছিল না। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা আনসার বাহিনীকে পতাকা দিয়েছি। পোশাকে পরিবর্তন এনেছি। যেকোন বাহিনীর সুযোগ-সুবিধা বা কল্যাণের বিষয়ে আমার কাছে দাবি করতে হয়নি। আমি জাতির পিতার কন্যা এ দেশকে আমি চিনি, জানি। তাই নিজ থেকেই সব কিছু করি।’
প্রধানমন্ত্রী জানান: ৯৬ সালে সরকার গঠন করে প্রতিটি বাহিনীকে কিভাবে উন্নত করা যায় সেদিকে পদক্ষেপ গ্রহণ করি। ২০০৮ এর নির্বাচনে জনগণ নৌকায় ভোট দেয়। এরপর বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাই। বর্তমানে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন পরমাণু যুগে পদার্পণ করছে। পরমাণু বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী মার্চ মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধন করা হবে। জল-স্থল-আকাশ সবদিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা স্থির করেছি, বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ।
আসন্ন নির্বাচন সুষ্ঠ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আনসার বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন: আপনাদের প্রস্তুত থাকবে হবে যাতে প্রতিটি মানুষ ভোটের অধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে। আপনারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন, তাই যথাযথভাবে আপনাদের দায়িত্ব পালন করতে হবে।