ঝিনাইদহে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে গৃহবধূ রূপালীসহ জেলার নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ১৮.০২.২০১৮ ইং রোববার দুপুরে জেলা মানবাধিকার ফোরাম এ কর্মসূচীর আয়োজন করেন। শহরের পোষ্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসময় বক্তব্য রাখেন, মানবাধিক কর্মী আমিনুর রহমান টুকু, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, শরিফা খাতুন, শিবু পদ বিশ্বাস, হাবিবুর রহমান, শাহীনুর আলম লিটন, জাহিদুল ইসলা, প্রতাপ বিশ্বাস প্রমুখ। এসময় বক্তারা, অবিলম্বে রূপালীকে পুড়িয়ে হত্যার চেষ্টার আসামী এবং নারী ও শিশু নিযাতনকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান