জঙ্গি হামলার আশঙ্কা নেই: বেনজীর
জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই— তারপরও সবদিক মাথায় রেখে নিরাপত্ত বলয় গড়ো তোলা হবে বলে জানিয়েছেন র্যাবের মহপরিচালক বেনজীর আহমেদ। মঙ্গলবার সকালে একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনার এলাকার নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বেনজির আহমেদ বলেন, শহীদ মিনার এলাকাকে পাঁচ ভাগে ভাগ করে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানের শহীদ মিনার গুলোর নিরাপত্তায় কাজ করবে র্যা ব। কয়েক ভাগে ভাগে করে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।
তিনি আরো বলেন, জঙ্গিবাদ নির্মূলে কাজ করে যাচ্ছে র্যাব। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি জঙ্গিবাদকেও দমনের কথা জানান র্যা বের মহাপরিচালক। একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কোনো হামালার হুমকি নেই।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা প্রতিবারের মত এবার রংতুলির আচরে রঙ্গিন করে তুলছে শহীদ মিনার চত্ত্বরকে। সড়কের ওপর আকাঁ হয়েছে বিভিন্ন আল্পনা।
সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় যান ও জন চলাচলে নিয়ন্ত্রণ আনা হয়েছে। নিরাপত্তার সার্থেই এটি করা হয়েছে।
এদিকে, যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ডাইভারশনও করা হয়েছে।