শিশু মৃত্যুর হারে হ্রাসে ক্রম উন্নতির পথে রয়েছে বাংলাদেশ
নবজাতক শিশু মৃত্যুর হারে হ্রাসে ক্রম উন্নতির পথে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ-এর নতুন বার্ষিক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
২০১৬ সালে বিশ্বজুড়ে নবজাতক শিশু মৃত্যুর পরিমাণ ও হারের ওপর নির্ভর করে বর্তমানে কোন দেশ শিশু জন্মের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং কোনটি সবচেয়ে বেশি নিরাপদ তার বিস্তারিত তালিকা মঙ্গলবার প্রকাশ করে ইউনিসেফ। সেই তালিকায় ১৮৪টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ৫৪ নম্বরে।
ইউনিসেফের ২০১৬ সালের জরিপ ও তথ্য বিশ্লেষণ অনুসারে, বাংলাদেশে নবজাতক শিশু মৃত্যুর হার (প্রতি এক হাজারে) ২০.১। অর্থাৎ গড়ে প্রতি ৫০ টি জীবিত শিশুর মধ্যে জন্মের প্রথম এক মাসের মধ্যে ১ জনের মৃত্যু হয়। ২০১৫ সালের জরিপে এই হার ছিল ২৩।প্রতিবেশী দেশ ভারতের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। নবজাতক জন্মের জন্য ঝুঁকির হিসেবে ভারতের অবস্থান ৩১ নম্বরে। ২০১৬ প্রতি হাজার হিসেবে দেশটিতে নবজাতক শিশু মৃত্যুর হার ২৫.৪। অর্থাৎ দেশটিতে ওই বছর প্রতি ৩৯টি শিশুর মধ্যে একজন জন্মের প্রথম মাসেই মারা গেছে।
সেই তালিকায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে এক নম্বরে রয়েছে পাকিস্তান। তালিকায় দেখা গেছে, পাকিস্তানে প্রতি ২২ জনে একজন শিশু জন্মের প্রথম মাসে মারা গেছে। সেখানে নবজাতক মৃত্যুহার ৪৫.৬।
নতুন জরিপ প্রতিবেদনটিতে শিশু জন্মের জন্য সবচেয়ে নিরাপদ দেশের সম্মান পেয়েছে জাপান। সেখানে ২০১৬ সালে প্রতি ১,১১১ শিশু জন্মে মাত্র একজন মারা গেছে প্রথম মাসে। অর্থাৎ ওই বছরে দেশটিতে নবজাতক শিশু মৃত্যুর হার মাত্র ০.৯।