যশোরের বেনাপোলে বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি :যথাযোগ্য মর্যাদায় যশোরের বেনাপোল নোম্যান্সল্যান্ডে বাংলাদেশ ও ভারত যৌথ উদ্যোগে পালিত হলো ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।‘বঙ্গবন্ধু শেখ মুজিব ২১শে মঞ্চে দুই বাংলার আমন্ত্রিত অতিথিরা হাতে হাত রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে।
বুধবার সকালে বেনাপোল চেকপোষ্ট নোম্যান্সল্যান্ডে নির্মিত অস্হায়ী শহিদ মিনারে দুই বাংলার অতিথিরা ও হাজার হাজার জনতা পুস্পঅর্পকের মাধ্যমে শহিদদের শ্রদ্ধা জানান। এছাড়া এই আয়োজন স্হলে ছিলো বিভিন্ন কর্মসুচী যার মধ্যে রক্তদান কর্মসুচী ছিলো অন্যতম।যেটি কিনা ভাষা উৎসবকে প্রানবন্ত ও দুই বাংলার মানুষকে আরো বেশি উৎসাহিত করে।
বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি, বেনাপোল পৌরসভা ও বনগাঁ পৌরসভার আয়োজনে এ মিলন মেলায় বাংলাদেশের পক্ষে ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি মন্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্রাচার্য, যশোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিন চাকলাদার,যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মুজিদ,৪৯ -ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব) অধিনায়ক লে.কর্নেল আরিফুল হক,পুলিশ সুপার সালাউদ্দীন শিকদার (বিপি এম,পিপি এম)ও বেনাপোল পৌর সভার চেয়ারম্যান মেয়র আশরাফুল আলম লিটন।
ভারতের পক্ষে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক,বনগাঁ লোকসভার সংসদ সদস্য শ্রীমত্য মমতা ঠাকুর, উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাপতি রেহেনা খাতুন,ও শ্রী কৃষ্ণ গোপাল ব্যানার্জি,দক্ষিণ বিধানসভা বিধায়ক শ্রী সুরজিৎ বিশ্বাস।
এছাড়া বেনাপোল পেট্রোপোল নোম্যান্সল্যান্ডে দিনভর দুই বাংলার আমন্ত্রিত শিল্পীদের উপস্হিতে নৃত্য, দেশত্ববোধক গান পরিবেশন করা হয়।