জনগণকে দুর্ভোগ থেকে রক্ষা করতে এটা প্রয়োজন ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে আমরা কখনোই বাধা দিচ্ছি না। যখনই কেউ মাত্রাতিরিক্ত করে জনগণের দুর্ভোগ বাড়িয়ে দেয়, রাস্তা বন্ধ করে দেয় তখনই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাজটি করা দরকার সে কাজটি করে। নয়াপল্টনের জনগণকে দুর্ভোগ থেকে রক্ষা করতে এটা প্রয়োজন ছিল।’
শনিবার কুমিল্লার বরুড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভা শেষে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি নেতা-কর্মীদের কালো পতাকা কর্মসূচিতে পুলিশের বাধা ও জলকামান ব্যবহারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সভায় জেলা প্রশাসক মো: জাহাঙ্গির আলম, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন উপস্থিত ছিলেন।
শ্বশুরবাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের নলুয়া মনোহরপুর গ্রামে যাওয়ার আগে তিনি ঐ সভা করেন।
এর পর তিনি নলুয়া উচ্চ বিদ্যালয় মাঠে সংবধর্না অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ও মনোহরপুর নূরানী মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে।