যেই সরকারে আসুক চলমান উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখা উচিৎ।
আকাশ থেকে সাগরের তলদেশ পর্যন্ত সব জায়গায়ই বাংলাদেশ মর্যাদার সঙ্গে বিচরণ করবে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেভাবেই আমরা সব তৈরি করে দিচ্ছি। সাবেমেরিন থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট সবই আনছি আমরা।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা মিলনায়তনে ২০১৫ ও ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।
মেয়েদের মতো ছেলেদেরও লেখাপড়ায় বেশি গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক মুক্তির জন্য দক্ষ ও শিক্ষিত জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে, যেই সরকারে আসুক চলমান উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখা উচিৎ।
দেশের উন্নয়নে বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে আমরা গুরুত্ব দিয়েছিলাম। বিজ্ঞান শিক্ষায় একসময় দেখলাম শিক্ষার্থী কম। আমাদের সময়ে বিজ্ঞানে বরং শিক্ষার্থী বেশি ছিল। আমরা আর্টসে ছিলাম। সেখানে শিক্ষার্থী কম।
‘আগের সরকার করেছিল’ সেই বোধ থেকেই অনেক উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় দাবি করে শেখ হাসিনা বলেন, আগে গবেষণায় কোনো পয়সা দেওয়া হতো না। আমরা আবার গবেষণায় নজর দিলাম। তথ্য প্রযুক্তিকে গড়ে দেওয়া ও তার জন্য কাজ করার প্রচেষ্টা আমরা নিয়েছিলাম।
যুগোপযোগি জ্ঞান অর্জন আর ভালো ফল উৎসাহ দিতে ২০০৫ সাল থেকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রবর্তন করা হয়।