“মেধাই সম্পদ,বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” দিনাজপুরের নবাবগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন
মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ,দিনাজপুর
“মেধাই সম্পদ,বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এই শ্লোগানকে সামনে রেখে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় নবাবগঞ্জ পাইলট হাইস্কুলে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান। উপস্থিত থেকে সহযোগিতা করেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম,থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আমির হোসেন, মোঃ সাদেকুল ইসলাম,মোঃ আমজাদ হোসেন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ্ জিয়াউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ও কুশদহ ইউপি‘র চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীনুর ইসলাম সবুজ,নবাবগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া কর্মী,নবগঠিত নবাবগঞ্জ রিপোটার্স ইউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।