বান্দরবানের তমব্রু সীমান্তে নো ম্যান্স ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করছে মিয়ানমার।
বান্দরবানের তমব্রু সীমান্তে নো ম্যান্স ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করছে মিয়ানমার।
এর আগে সীমান্তে সেনা মোতায়েন করে দেশটি—তবে পুশইন ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবিও তাদের সদস্য সংখ্যা বাড়িয়ে টহল জোরদার করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশে আর ঢুকতে দেয়া হবে না তারা মিয়ানমার সীমান্তেই রয়েছে।
আর বিজিবি জানিয়েছে, যেকোনো পরিস্থিতি সামাল দিতে তারা প্রস্তুত।
বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সেনা সদস্য মোতায়েন করে মিয়ানমার।
এর পরিপ্রেক্ষিতে সীমান্তে বেশ উত্তেজনাও দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে সদস্য সংখ্যা ও টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিকেলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, সকাল থেকে যেভাবে মিয়ানমার সেনা সদস্য মোতায়েন ও সংখ্যা বাড়িয়েছে তা সীমান্ত আইন লঙ্ঘন। পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানোর পাশাপাশি একটি প্রতিবাদ লিপিও পাঠানো হয়েছে।
যে কোনো পরিস্থিতি এড়াতে বিজিবি প্রস্তুত রয়েছে উল্লেখ করে অতিরিক্ত মহাপরিচালক জানান, এখনো অন্যান্য বাহিনীকে সীমান্তে ডাকার প্রয়োজন হয়নি।
তিনি আরো জানান, নো-ম্যান্স ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করছে মিয়ানমার সীমান্ত রক্ষা বাহিনী।
এদিকে, চট্টগ্রামে বিজিবির এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ঢুকবে মনে করে মিয়ানমার সেনাবাহিনী সীমান্তে শক্তি প্রদর্শন করেছিলো— তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তবে কেউ সীমান্ত পেরিয়ে দেশের ভিতরে ঢুকে বিশৃঙ্খলা করবে এটা আর হতে দেয়া হবে না বলেও জানান মন্ত্রী।