কৃষিকে ব্যবহারিক শিক্ষা হিসেবে কারিকুলামে যুক্তের পরামর্শ প্রধানমন্ত্রীর
কৃষিকে ব্যবহারিক শিক্ষা হিসেবে কারিকুলামে যুক্ত করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নত বাংলাদেশ গড়তে সবচেয়ে বড় শক্তি হবে কৃষি।
এ সময় কৃষিখাতে গবেষণার মাধ্যমে রপ্তানি আয় বাড়ানোর ওপর জোড় দেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
কৃষিপণ্যে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এছাড়া বিদেশি সাহায্যের আশায় বিএনপি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে দেয়নি বলেও এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
কৃষি খাতে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য এ বছর ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেয়া হয়েছে।
বাণিজ্যিক খামার, কৃষি সম্প্রসারণ, গবেষণা এবং পরিবেশবান্ধবসহ ১০টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়।
সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার প্রদান করেন।
কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও গবেষণার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন নয় অন্য দেশকে খাদ্য সহায়তা দেয়ার সক্ষমতা অর্জনে কাজ করছে তার সরকার।
কৃষিবিদদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ দেয়ার তাগিদও দিয়ে প্রধানমন্ত্রী কৃষিকে ব্যবহারিক শিক্ষা হিসেবে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা ক্ষমতায় থাকতে কৃষিখাত পিছিয়ে পড়েছিল সার চাওয়ায় কৃষককে হত্যা করে বিএনপি।
আবারো সরকারের ধারাবাহিকতার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে।