অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় বিএনপির বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,‘আমি জানতে চাই কিভাবে আড়াল করার চেষ্টা করা হলো, হামলাকারীকে যেখানে গ্রেফতার করার হয়েছে। ফখরুল সাহেব ‘মায়ের চেয়ে মাসির দরদ বেশি’ তাই না।
সোমবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
হামলাকারী সাম্প্রদায়িক কিলিং গ্রুপের সদস্য মন্তব্য করে তিনি বলেন: জাফর ইকবালের ওপর যারা হামলা করেছিলো তাদের স্বরূপ উন্মোচিত হয়ে গেছে। এরা সাম্প্রদায়িক কিলিং গ্রুপের সদস্য। আর এদের পৃষ্ঠপোষকতা করে বিএনপি নামের একটি দল।
ওবায়দুল কাদের বলেন: সাম্প্রদায়িক অপশক্তিকে মদদ দেওয়া বন্ধ না করলে আগামী নির্বাচনে জনগন ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দেবে। আপনারা আজ বলছেন হামলাকারীকে আড়াল করার চেষ্টা করছে সরকার!
শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকেই জাফর ইকবালে শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। এমনকি ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে ঢাকা এনে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমি
এসময় গণমাধ্যমের সমালোচনার করে তিনি বলেন,‘ অনেক গণমাধ্যম প্রধানমন্ত্রীর কর্মসূচী যথাযথভাবে প্রচার করে না। বিশাল জনসভার খবর সাদা মাটা ভাবে প্রচার করে। বিশালকে বিশাল বলতে তাদের কষ্ট হয়! এরা প্রকৃত অর্থে সরকার বিরোধী একটি দলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে।
আমি বলতে চাই, মিডিয়ার সঙ্গে আমরা লড়াই করতে চাই না। মিডিয়ার সমালোচনা থেকে আমরা শুদ্ধ হতে চাই।