ছলচাতুরি করে খালেদা জিয়ার জামিন বিলম্বিত করছে সরকার
বিএনপি নয়- সরকারি দল আওয়ামী লীগই অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালিয়ে দেশকে জঙ্গিরাষ্ট্র বানানোর পাঁয়তারা করছে এমন অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, সরকার বিভিন্ন ছলচাতুরি করে বিএনপি নেত্রী খালেদা জিয়ার জামিন বিলম্বিত করছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি নেত্রীর মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
এ সময় দলের অন্যান্য নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেন, খালেদা জিয়াকে ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।
দুর্নীতি মামলায় কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নির্ধারিত সময় বেলা ১১টার আগেই জাতীয় প্রেসক্লাবের সামনে এসে জড়ো হতে থাকেন বিএনপিসহ বিশ দলের নেতা-কর্মীরা।
শত শত নেতা-কর্মীদের ভিড়ে প্রেসক্লাবের সামনের রাস্তায় যানবাহন চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। মানববন্ধন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ছিল যথেষ্ট নিরাপত্তাবলয়।
মানববন্ধনে বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপির ওপর যে দোষ চাপাচ্ছে তার সমালোচনা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছলচাতুরির মাধ্যমে বিএনপি নেত্রীর জামিন বিলম্বিত করা হচ্ছে বলেও অভিযোগ করে তিনি বলেন, খালেদা জিয়াকে ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।
বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করতে চায় বলেই সরকার খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন দলের নেতারা।
শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করা হবে বলেও এসময় নেতারা হুঁশিয়ারি দেন।
মানববন্ধন চলাকালে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবুকে আটক করে পুলিশ।