জননেত্রী শেখ হাসিনা সব সময় দেশের মানুষের উন্নয়নের কথা ভাবেন : এমপি মকবুল হোসেন
এম এ লিংকন,মেহেরপুরঃ
আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আজ আমাদের জাতির জনকের সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের কথা ভেবে যে আর্থিক সহায়তা প্রদান করছেন নিশ্চয় তিনি দেশের একেবারে সর্ব নি¤œ শ্রেনীর মানুষের কথাও ভাবেন এটা বুঝতে হবে। জননেত্রী শেখ হাসিনা সব সময় দেশের মানুষের উন্নয়নের কথা ভাবেন কিসে আমাদের দেশের মানুষ ভালো থাকবে সুখে থাকবে সে কথায় তিনি সব সময় ভাবেন। বুধবার বেলা ১১ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলা সভা কক্ষে ‘স্বনির্ভর করণ ও দারিদ্রতা বিমোচনে এলজিইডি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটি বলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ধর্মমন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন। পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষন কর্মসুচি-২ ( আর ই আর এমপি-২) ও এস আর আর আই পি শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা কর্মীদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাদের সঞ্চয়ের চেক প্রদান অনুষ্ঠানে এমপি মকবুল হোসেন আরো বলেন, যদি আঠারো বা ষোল কোটির জনসংখ্যার একটি দেশে এক কোটি কি দু’চার কোটি মানুষ না খেয়ে থাকে তাহলে সে দেশকে কখনই শান্তির দেশ বা উন্নত দেশ বলা যাবেনা। আমাদের দেশের মানুষ এখন আর না খেয়ে থাকেনা। জননেত্রী শেখ হাসিনা জনগনের কথা ভাবেন দেশের কথা ভাবেন বলেই আজ আমাদের দেশের সকল মানুষ সুখে আছে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এমপি মকবুল হোসেন আরো বলেন, আপনাদের বা আমাদের উন্নয়ন নিয়ে যে মানুষটি এতো ভাবেন তাহলে তাঁর সম্পর্কেও তো আমাদের ভাবতে হবে। কারণ জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয় দেশের উন্নয়ন হয়। তাই আমাদের নিজের ও দেশের উন্নয়নের জন্য অবশ্যই জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে হবে। গাংনী উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রকৌশলী মোঃ আজিমুদ্দিন সরদার এর সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা বিষ্ণু পদ পাল, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, ইয়াছিন রেজা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদ শফি কামাল পলাশ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, এমপির একান্ত সহকারি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন উজ্জল প্রমুখ। অনুষ্ঠানে সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিৎ ছিলেন। অনুষ্ঠানে ৬৬ জন মহিলা কর্মিদের মাঝে ২৫ লক্ষ ২৬ হাজার ৭২২ টাকার চেক বিতরণ করেন এমপি মকবুল হোসেন।