“একজন সচেতন মা’ই পারে সন্তানকে সু-মানুষ হিসাবে গড়ে তুলতে”- সাহাদারা মান্নান
তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
“একজন মা’ই পারে তার সন্তানকে একজন সু-মানুষ হিসাবে গড়ে তুলে সমাজের মাঝে প্রতিষ্ঠিত করতে। মা’কে সন্তানের বন্ধু হয়ে তার মনের সব খবরাখবর এবং বাচনভঙ্গীর উপর লক্ষ্য রাখতে হবে। আজকাল সন্তান লালন-পালনে বাবার চেয়ে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। বাবারা পরিবাবের ভরণ-পোষণের ব্যয়ভার মেটানোর জন্য অর্থ অপার্জণে বাহিরে ব্যস্ত থাকায় তেমনভাবে পরিবারের সদস্যদের খোঁজ রাখতে পারেনা। এজন্য মা’কেই সব দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সন্তানকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে মায়ের কোন বিকল্প নেই।
বৃহস্পতিবার সকালে কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কুতুবপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ গাজিউল হক গাজীর সভাপতিতে,¡ কুতুবপুর ক্রিয়েটিভ কে.জি স্কুল এন্ড লার্নিং সেন্টারের আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, সারিয়াকান্দি উপজেলা আ’লীগের সভাপতি ও বগুড়া জেলা পরিষদ সদস্য সাহাদারা মান্নান। তিনি আরও বলেন, কোন সন্তান যেন নেশা গ্রস্ত না হয়, ঠিকভাবে পড়ালেখা করছে কিনা এদিকে অভিভাবকদের সজাগ থাকার জন্য অনুরোধ জানান প্রধান অতিথি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক-মামুনুর রশিদ হিমু, ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান-রুবেল উদ্দীন, উপজেলা হেলথ্ ইন্সপেক্টর-এ.কে এম আজিজুল কবির, শেরপুর ফাহিমা-রফিক আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক-ওমর ফারুক। বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক সুমেশ চন্দ্র সরকার, অভিভাবকের পক্ষ্যে ফরহাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ডাক্তার আব্দুস ছালাম প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা-বিকাশ, চিত্র প্রদর্শনী ৭ই মার্চের ভাষণ সহ সর্ব আয়োজনে এবং শিক্ষার্থী-অভিভাবকদের শৃঙ্খলতায় মুগ্ধ হয়ে জেলা পরিষদ তহবিল থেকে স্কুলের সার্বিক উন্নয়নে পঞ্চাশ হাজার টাকা বরাদ্দদেন প্রধান অতিথি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রতিষ্ঠাতা পরিচালক রোটারিয়ান মোঃ মাসুদ করিম সবুর।