গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী উন্নয়ন মেলার উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি :
গাংনীতে আন্তজার্তিক নারী দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা পরিষদ চত্ত্বরে দিন ব্যাপি এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় নারী সংগঠন ও বিভিন্ন ক্ষুদ্র নারী উদ্যোক্তারা তাদের উতপাদিত পণ্যের পসড়া সাজিয়ে স্টল দেয়।নারী উন্নয়ন মেলায় ১৫ টি নারী কল্যাণ সমিতি স্টলে তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করেন। গাংনী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ মেলার আয়োজন করে। মেলার উদ্বোধন ও পরিদর্শন করেন মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ধর্মমন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মোঃ মকবুল হোসেন। এসময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহিদুজ্জামান খোকন, গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা নুর জাহান বেগম, এমপি’র একান্ত সহকারি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন উজ্জল, সহ সরকারী কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা করেন সংসদ সদস্য মকবুল হোসেন সহ স্কুলের ছাত্রছাত্রী ও মেলায় আগত দর্শনার্থীরা। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী নারী সংগঠনগুলোর মধ্যে পুরস্কার প্রদান করেন।