চলতি বছর মৌসুমের শুরুতেই বৃষ্টি আর অনুকূল আবহাওয়া থাকায় মুকুলে ভরে গেছে ঝিনাইদহ ও সাতক্ষীরার আমবাগানগুলো। তাই বাম্পার ফলনের আশায়— এবার গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে আম চাষীরা। অন্যদিকে, আমের মুকুল ধরে রাখতে কৃষি বিভাগের পক্ষ থেকে দেয়া হচ্ছে নানা পরামর্শ।

ঝিনাইদহের ছয় উপজেলার প্রতিটি আমবাগান এখন মুকুলের ঘ্রাণে সুরভিত। আম্রপালি, ল্যাংড়া, ফজলি, তিলে বোম্বাই, হাড়িভাঙ্গা ও হিমসাগরসহ নানা জাতের আমের বাগান রয়েছে এখানে। তাই ভাল ফল পেতে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মালিকরা।

আমের মুকুল ধরে রাখতে কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দেয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা। অন্যদিকে, গত চার বছর ধরে সাতক্ষীরার আম রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। তাই মৌসুমের শুরুতে গাছে-গাছে মুকুলের সমারোহে—রেকর্ড পরিমাণ আমের ফলনের আশা করছে চাষিরা।

এদিকে, এই জেলায় উৎপাদিত আম দেশের চাহিদা মিটিয়ে— বিদেশেও নির্বিঘ্নে রপ্তানি সম্ভব বলে মনে করছে কৃষি বিভাগ। এবার মুকুলেই আমের ভাল ফলনের সম্ভবনার হাত ছানি দিচ্ছে। তাই খুশি বাগান মালিকরাও।