সোহরাওয়ার্দী উদ্যানে ১২ মার্চ সমাবেশের অনুমতি না পেয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিএনপি।
সোহরাওয়ার্দী উদ্যানে ১২ মার্চ সমাবেশের অনুমতি না পেয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিএনপি। একইসঙ্গে আগামী ১৯ মার্চ ওই সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করার ঘোষণা আবারো দিয়েছে দলটি।
সোমবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাবেশের অনুমতি দিতে সরকারের শুভবুদ্ধির উদয় হবে। সেইসঙ্গে রাজনীতি চলে যাচ্ছে আইনশৃংখলা ও গোয়েন্দা বাহিনীর হাতে। সরকার একদলীয় শাষন ব্যবস্থা চালু করতে চায়।
তিনি আরো বলেন, সমাবেশ করার মত রাজধানীর প্রায় সকল স্থান সরকার পরিকল্পিতভাবে বন্ধ করে দিয়েছে। একদলীয় শাসন কায়েম করতেই তারা এটা করছে।
নিরাপত্তাজনিত কারন দেখিয়ে সমাবেশ না করতে দেওয়ার সমালোচনা করে দেশের রাজনীতি কি আইনশৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দাদের হাতে চলে যাচ্ছে কিনা এমন প্রশ্নও তোলেন মির্জা ফখরুল।
ফের আগামী ১৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণাও দেন বিএনপি মহাসচিব। একই সঙ্গে দেশের বিভাগীয় পর্যায়ে সমাবেশের তারিখও জানিয়ে দেন তিনি।
ধৈর্য্যের সঙ্গে সকল প্রতিকুল অবস্থা মোকাবেলা করা হবে জানিয়ে বিএনপি নেত্রীর জামিন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।