ত্রিভুবন বিমান কন্ট্রোল টাওয়ারের ৬ কর্মকর্তাকে অন্য বিভাগে স্থানান্তর
নেপালের ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করার আগে বিধ্বস্ত ইউএস- বাংলা ফ্লাইট ২১১ উড়োজাহাজ এবং বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্টোলার (এটিসি) অডিও কথোপকথন নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে ঘটনার প্রত্যক্ষদর্শী এটিসির ছয় কর্মকর্তার মানসিক অবস্থা বিবেচনা করে তাদের স্থানান্তর করা হয়েছে অন্য বিভাগে।
নেপালের অনলাইন পোর্টাল মাই রিপাবলিকা থেকে জানা গেছে, ছয় এটিসি কর্মকর্তা ইউএস বাংলা উড়োজাহাজটি বিধ্বস্তের সময় প্রতক্ষ্যদর্শী ছিলেন। ঘটনাটির পর তারা মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন। এর পরিপ্রেক্ষিতে নেপাল বিমান কর্তৃপক্ষ তাদের মানসিক অবস্থা বিবেচনা করে কিছুদিনের জন্য অন্য বিভাগে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ-মহাপরিচালক রাজন পোখারেল বলেন, দুর্ঘটনায় তাদের চাপ কমানোর জন্য আমরা তাদের অন্যান্য বিভাগে স্থানান্তরিত করেছি।
তবে তিনি স্পষ্ট করে জানান, ফ্লাইট-২১১ এবং এটিসি’র মধ্যকার কথোপকথনের অডিও রেকর্ডের যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, তার জন্য তাদের স্থানান্তর করা হয়নি। তাদের মানসিক অবস্থা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫০। চিকিৎসাধীন যাত্রীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। উড়োজাহাজটিতে থাকা ৬৭ যাত্রীর মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি, একজন মালদ্বীপের এবং একজন চীনের নাগরিক। উড়োজাহাজটিতে ৬৭ যাত্রীর পাশাপাশি ৪ জন ক্রু ছিলেন বলে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে। আহতদের উদ্ধার করে নেপালের কে এম সি হাসপাতাল, নরভিক হাসপাতাল, ওম হাসপাতাল ভর্তি করা হয়েছে।