নেপালের রাজধানী কাঠমান্ডুতে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে শোক প্রকাশ করেছেন সাধারণ নাগরিকবৃন্দ।
মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সাধারণ নাগরিকদের পক্ষ থেকে ফুল ও মোমবাতি জ্বালিয়ে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করা হয় ৷
এর আগে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গান গাওয়ার মাধ্যমে কর্মসূচী শুরু করা হয় ৷ কর্মসূচী শেষে তারা মোমবাতি হাতে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রদক্ষিণ ৷
এসময় শোক প্রকাশ করে প্রতিবন্ধী নাগরিক সংগঠন পরিষদের সাধারণ সম্পাদক সালমা মাহবুব বলেন, ‘আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রফিক জামান (রিমু) সপরিবারে এই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ৷ আমরা তাঁর মৃত্যুতে শোকাহত ৷’
গণজাগরণ মঞ্চের সংগঠক আসাদুজ্জামান মাসুম বলেন, ‘বিমান দুর্ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষেরই দায় রয়েছে ৷ বিচারবিভাগীয় তদন্ত করে এর মূল রহস্যটা উদঘাটন করতে হবে ৷’
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) সাধারণ সম্পাদক সৌরভ সরকার বলেন, রিমু ভাই এবং বিপাশা আপা ডিইউএফএসের আজীবন সদস্য ছিলেন। সর্বশেষ ১৬ ডিসেম্বরের প্রোগ্রামে তাঁরা ক্যাম্পাসে এসেছিলেন। তাঁদের এভাবে চলে যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত।