বদলগাছীতে ২ টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
চ্যানেল ফোর টিভি প্রতিনিধিঃ নিরেন দাস।
কৃষি নির্ভরশীল জেলা নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের মির্জাপুর এবং বিষ্ণপুর গ্রামে ফসলী কৃষি জমিতে অবৈধভাবে গড়ে উঠা নির্মাণাধীন ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদলত। ভ্রাম্যমাণ আদালতের পরিচালনায় ছিলেন বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আলী।
অবৈধ ইটভাটার ২ দুটির জরিমানা সম্পর্কে জানা যায় যে গতকাল বেলা ১২ টায় বদলগাছী উপজেলার ইউপি মির্জাপুর এবং বিষ্ণপুর গ্রামে ফসলী কৃষি জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণাধীন ইট ভাটায় অভিযান চালিয়ে দুইটি ইট ভাটাকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এরমধ্যে মির্জাপুর গ্রামে নির্মাণাধীন ইটভাটার মালিক, মোঃ সিদ্দিকুর রহমান কে ৩০ হাজার টাকা এবং বিষ্ণপুর গ্রামের ইটভাটার মালিক, মোঃ রোমন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এমনকি এর আগে গত ২৭ ফেব্রুয়ারি নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট, মহিউদ্দীন অবৈধ ভাবে ইটভাটা গড়ে তোলায় প্রাথমিক পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সিদ্দিকের ৩০ হাজার টাকা ও রোমন কে ১০ হাজার টাকা জমিমানা করেছিলেন এবং তাদের আইনি ভাবে নিষেধ করা হয়েছিল এমনকি এই ইটভাটা মালিক সিদ্দিক আর রোমন এই দুইজনই পুনরায় আর কখনো ফসলী কৃষি জমিতে ইটভাটা নির্মাণ করবেননা এমন অঙ্গীকার নামা প্রদান করেছিলেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে।
এরপরেও তারা অর্থের গরমে আইনকে অবমাননা করে সিদ্দিক আর রোমন এই দুইজনই পুনরায় উক্ত ফসলী কৃষি জমিতে অঙ্গীকারনামা ভঙ্গ করে কিছুদিন আগে আবারও ইটভাটা নির্মাণ কাজ শুরু করেন।
যাহা চ্যানেল ফোর টিভির লাইভ ক্যামেরাই প্রচারণার পর প্রশাসন আবারও জানতে পেয়ে বদলগাছী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নির্মাণাধীন পুনরায় আবারও ঐ দুই ইটভাটায় গতকাল অভিযান চালিয়ে ইটভাটায় পৌঁছালে দেখতে পারেন নিষেধাজ্ঞা জারির পরেও উক্ত ইটভাটা গুলির নির্মাণকাজ চলছিলো।
এই অবৈধ ইটভাটা মালিকগণদের বিষয়ে বদলগাছী সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আলী বলেন, এর আগে একবার জরিমানা সহ নিষেধ করা হয়েছিল যা তারা নিষেধ ভঙ্গ করে আবারও নির্মাণ কাজ করার ফলে আবারও একবার জরিমানা করে শেষ হুশিয়ারি দিয়ে বলেন যে এরপরও যদি তারা এরপরও যদি এইসব অবৈধ ইটভাটার নির্মাণ কাজ শুরু করে তাহলে আবারও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেকের ২ লক্ষ করে টাকাই শুধু জরিমানা করা হবে সাথে ২ বছর করে কারাদণ্ড প্রদান করা হবে বলে তিনি শেষ নিষেধাজ্ঞা দিয়ে জান।