নওগাঁর নিয়ামতপুরে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। গতকাল বেলা ৯টায় বঙ্গবন্ধুর উপর রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
বেলা ১১টায় উপজেলা পরিষদের মেইন গেট থেকে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ এনামূল হক।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আমীর আব্দুল্লাহ মোঃ ওয়াহেদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফার ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, নওগাঁ জেলা আওয়ামীলীগের সদস্য আবেদ হোসেন মিলন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরুল ইসলাম, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান নইম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাদিরা বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, নিয়ামতপুর মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, নিয়ামতপুর বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ঝর্ণা বেগম, নিয়ামতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতা প্রমুখ।