জননেত্রী শেখ হাসিনা আপনার আমার কথা ভাবেন গাংনীতে খাবার বিতরণ কালে এমপি মকবুল হোসেন
এম এ লিংকন,মেহেরপুর প্রতিনিধিঃ
বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশব থেকেই গরীব দুঃখি মানুষের কথা ভেবে তাঁর হৃদয় কেঁদে উঠতো। তিনি ছোট থেকেই মানুষের কথা চিন্তা করতেন। তিনি সব সময় মানুষের উন্নয়নের কথা ভাবতেন দেশের মানুষের অধিকারের কথা ভাবতেন। এ ভাবনা থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানী হানাদারদের হাত থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করেছেন। সেই জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও আজ আমাদের কথা ভাবেন। তিনি আমাদের দেশের গরীব মানুষের কথা ভাবেন। রবিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ও ষোলটাকা ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত শীতার্ত ও দুস্থ মানুষদের মাঝে শুকনা খাবার বিতরণকালে এ কথা বলেন,মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের সঞ্চালনায় এমপি মকবুল হোসেন আরো বলেন, এক সময় আমাদের দেশকে বাইরের উন্নয়নশীল দেশ গুলো খাটো করে দেখতো কারন আমাদের দেশ ছিলো গরীব। কিন্ত বর্তমানে জননেত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার পর আমাদের দেশের সার্বিক উন্নয়ন হয়েছে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। তিনি বলেন জাতিসংঘ আমাদের দেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দিয়েছে। এখন আমরা উন্নয়নশীল দেশের কাতারে। এখন আমাদের দেশকে কেউ খাটো করে দেখবেনা। এমপি মকবুল হোসেন আরো বলেন আমাদের দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আবারো জননেত্রী শেখ হাসিনাকে তাঁর নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপুর সভাপতিত্বে এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ কুমার সেন, মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি ইয়াছিন রেজা, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আলফারুক, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন উজ্জল, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিবুর রহমান,৬নং ওয়ার্ডের সদস্য আঃ জাব্বার সহ সকল স্তরেরন নেতা কর্মী ও সাধারণ জনগন উপস্থিৎ ছিলেন। অপর দিকে ষোলটাকা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এ ইউনিয়নের শীতার্ত গরীব দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত শুকনা খাবার বিতরণ করা হয়।