উন্নয়নশীল দেশের স্বীকৃতি , অনন্য নেতৃত্বের জন্য বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনাও জানানো হবে।
উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপন করবে বাংলাদেশ, অনন্য নেতৃত্বের জন্য বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনাও জানানো হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, দু’দিনের উৎসবে নোবেলজয়ী দু’জন অর্থনীতিবিদকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া ভিডিও বার্তায় বাংলাদেশকে শুভেচ্ছা জানাবেন জাতিসংঘ মহাসচিব এবং বিশ্ব ব্যাংক, এডিবি ও জাইকা প্রেসিডেন্ট। উন্নয়ন সহযোগীদের সদর দপ্তর থেকে কর্তাব্যক্তিরাও যোগ দেবেন অনুষ্ঠানে।
এরইমধ্যে বিশ্ব জেনে গেছে অসামান্য অর্জনের খবর, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। স্বাধীনতার পর পর উন্নয়নের টেস্ট কেস, তলাবিহীন ঝুঁড়িসহ অসংখ্য নেতিবাচক বিশেষণকে অতীত বানিয়ে বাংলাদেশ এখন বিশ্বের ৪২তম বৃহত্তম অর্থনীতি। অর্থমন্ত্রী মনে করছেন, এই যে অর্জন, এর দীর্ঘ পথ পরিক্রমার গল্প এই প্রজন্মের কাছে অবিশ্বাস্য মনে হবে।
স্মৃতি হাতড়ে খুব বেশি দূরে না গিয়েই অর্থমন্ত্রী বললেন, তাকে বলা হতো বিশ্ব ভিক্ষুক, কারণ সারা চাকুরী জীবনে দাতাদের কাছে হাত পেতে কেটেছে তার। পথে-ঘাটে এখন আর বস্ত্রহীন মানুষ দেখা যায় না, না খেয়ে মানুষ মরে না, এসবই তৃপ্ত করে তাকে।
অর্থনীতি, সামাজিক খাতে অসামান্য অর্জন উদযাপনে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে। রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসবে আলোর নাচনের আয়োজন। আর পরদিন শুক্রবার উন্নয়ন সহযোগী, কূটনীতিক, নাগরিক সমাজের অংশগ্রহণে থাকবে আলোচনা অনুষ্ঠানের।
প্রধানমন্ত্রী বুধবার চট্টগ্রাম যাচ্ছেন। সেখানে ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ১৪টি অন্যান্য প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। চট্টগ্রাম থেকে ফেরার পর বৃহস্পতিবার সংবর্ধনা দেয়া হবে তাকে।
গত ১৭ মার্চ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করা হয়। উন্নয়নশীল দেশ হিসেবে সরকারের অর্জন জনগণকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের অর্জনে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোমবার প্রধানমন্ত্রী বলেন, তারা আস্থা রেখেছে বলেই এটা সম্ভব হয়েছে।
অন্যদিকে বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে মনোনীত করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষণা সংস্থা দ্য স্ট্যাটিসটিক্স । গবেষণা সংস্থাটি তাদের গবেষণার মাধ্যমে এ মনোনয়ন দেয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।