শার্শা লক্ষণপুর উপনির্বাচনে নৌকার নির্বাচনী প্রচারে বোমা হামলা ৩৩ জনের নামে মামলা
মীর ফারুক শার্শা (যশোর)প্রতিনিধি
যশোর শার্শা উপজেলা লক্ষণপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা মার্কার প্রার্থী আনোয়ারা বেগম এর নির্বাচনী প্রচারে বুধবার সন্ধ্যায় হামলা চালিয়ে ০৫ টি মটরসাইকেল ভাংচুর ও নৌকার সমর্থিত ০৯ জনকে কুপিয়ে আহত করে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কামাল হোসেন এর লোকজন, নির্বাচনী প্রচারনায় বোমা হামলা বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে। নৌকার মার্কার প্রার্থী আনোয়ারা বেগম এর দেবর ও মরহুম চেয়ারম্যান সালাহউদ্দিন শান্তির ভাই মোঃ মইনুল ইসলাম বাদী হয়ে আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন সহ ৩৩ জনের নামে, শার্শা থানায়, মামলা নং ২৮/১৮
এজাহার সু্ত্রে জানা যায় ২১ মার্চ বুধবার সন্ধ্যা ০৭.১৫ ঘটিকার সময় নৌকার সমর্থকরা নির্বাচনী প্রচারণায় বহিলাপোতা গ্রামে পৌছালে বিদ্রোহী প্রার্থী কামাল হোসেন সহ তার লোকজন নৌকার প্রার্থী মোছা আনোয়ারা বেগম এর সমর্থক দের গাড়িবহরে ০৩ টি বোমা এবং দেশী অস্ত্র দিয়ে হামলা চালায়,এতে নৌকার সমর্থক, ০১,শামীম হোসেন,০২ মিশন মিয়া,০৩শিপন হোসেন,০৪ রিপন হোসেন,০৫ মনা,০৬ মমতাজ আলী,০৭ রুবেল হোসেন,০৮আলী হোসেন ০৯ হাফিজুর গুরুতর আহত হয়,আহতরা বর্তমানে যশোর সদর ও নাভারন সরকারী হাসপাতালে চিকিংসাধীন আছে।
গত ০৯ জানুয়ারী বর্তমান চেয়ারম্যান সালাহউদ্দিন শান্তুির মৃত্যকারনে চেয়ারম্যান পদটি শুন্য হওয়া যশোর জেলা নির্বাচন অফিস আগামী ২৯ মার্চ চেয়ারম্যান পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে,উপনির্বাচনে মোট ০৪ জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আওয়ামীলীগের সমর্থিত মোছাঃ আনোয়ারা বেগম(নৌকা) প্রতিক, মোঃ কামাল হোসেন বিদ্রোহী আওয়ামীলীগ (চশমা)প্রতিক,মো: আহসান হাবীব খোকন স্বতন্ত্র (আনারস) প্রতিক,মোঃ জুলফিকার আলী স্বতন্ত্র (রজনীগন্ধা) প্রতিক