শোর-বেনাপোল মহাসড়ক ফোর লেন ও সংস্কারের দাবীতে মানববন্ধন
মীর ফারুক শার্শা( যশোর)প্রতিনিধি
যশোর-বেনাপোল মহাসড়ক ফোর লেন এর উন্নতিকরণ ও মহাসড়ক সংস্কার দাবীতে যশোর বেনাপোল মহাসড়ক মানব বন্ধন করেছেন এই অঞ্চলের বসবাসকারী সাধারন মানুষ,সকাল ১১ টার থেকে শুরু হয়ে ১২ টা পর্যন্ত মহাসড়কে দাড়িয়ে মানুষ এই দাবী করেন,নাগরিক অধিকার আন্দোলন যশোর এর ব্যানারে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়,মানব বন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রমিক,স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে যশোর চাচড়া মোড় হতে বেনাপোল পোর্ট পর্যন্ত ৪৮ কিলোমিটার মহাসড়ক এর চাচড়া, পুলেটহাট বাজার,নতুনহাট,ঝিকরগাছা,গদখালী বাজার,নাভারন,শার্শা,বেনাপোল বাজার মহাসড়কে দুই পাশে মানুষ দাঁড়িয়ে সড়ক ও জনপথ বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমপি মনিরুল ইসলাম মনি গাড়ী বহর বিভিন্ন জায়গায় আটকিয়ে মানুষ তাদের দাবীর কথা বলেন, এমপি মনিরুল ইসলাম মনি তাদের কথা শুনেন,এবং আন্দোলনকারী সাথে একমত পোষণ করে বলেন অতিদ্রুত যশোর- বেনাপোল মহাসড়ক ফোর লেন ও সড়ক সংস্কার জন্য প্রস্তাব পেশ করা হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ও জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাব পেশ করা হবে।
৩১ শে ডিসেম্বর যশোরে জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর বেনাপোল মহাসড়ক ফোর লেন উন্নতি ও সংস্কার কাজ উদ্বোধন করেন,কিন্তুু কিছু পরিবেশবাদীদের বাধার মুখে মহাসড়কের দুই পাশে শতবর্ষী গাছ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়া হাইকোর্ট যশোর-বেনাপোল মহাসড়কে কাজ ৬ মাসের জন্য বন্ধ রাখার আদেশ দেয়,পরিবেশবাদীদের বিরুদ্ধে ফুসে উঠেছে এই অঞ্চলের বসবাসকারী মানুষ,তাদের একটায় দাবী যশোর বেনাপোল মহাসড়ক অতিদ্রুত ফোর লেন উন্নতি ও সংস্কার করা হোক,
যানবাহন চলাচলের উপযুক্ত করা হোক,আন্দোলনকারীরা হুমিক দিয়ে বলেন অতিদ্রুত মহাসড়কের কাজ শুরু না হলে আরো কঠিনতম আন্দোলন গড়ে তোলা হবে।
নাভারন হাইওয়ে ফাড়িঁ সু্ত্রে যশোর বেনাপোল মহাসড়কে বেহারদশার কারনে গত কয়েক বছর এই মহাসড়কে ১০৫ টি মতে দুর্ঘটনার ঘটনা ঘটে,এতে ৫৪ জন মানুষ প্রাণ হারিয়েছে,১৫০ জনে অধিক মানুষ সড়ক দুর্ঘটনা পঙ্গুত্ববরণ করে দুর্বিষহ জীবন যাপন করছে,পরিবহন মালিকরা সড়কের কারণে প্রতিবছর লক্ষ লক্ষ টাকা লোকসান গুনতে