নোয়াখালীর ‘স্বর্ণদ্বীপ’ অর্থনীতিতে অবদান রাখতে পারে: রাষ্ট্রপতি
পরিকল্পিত পদক্ষেপ নিলে নোয়াখালীর "স্বর্ণদ্বীপ" জাতীয় অর্থনীতিতে বড় ধরণের অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
শনিবার নোয়াখালীর স্বর্ণদ্বীপ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, সিঙ্গাপুরের সমান সমুদ্রের কাছাকাছি অবস্থিত দ্বীপটি সুন্দরভাবে সাজাতে পারলে, এটিও এদেশের সিঙ্গাপুর হয়ে উঠতে পারে।
দ্বীপটি রক্ষায় এর চারপাশে বাঁধ দেওয়া দরকার বলেও মত দেন তিনি।
এর আগে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। এছাড়াও ৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে স্বর্ণদীপে ম্যানুভার প্রশিক্ষণ এলাকাও ঘুরে দেখেন তিনি।