গণহত্যার প্রতিশোধ নেয়া হবে দারিদ্রমুক্ত দেশ বিনির্মাণ করে: প্রধানমন্ত্রী
ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করে একাত্তরের গণহত্যার প্রতিশোধ নেয়া হবে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, এর মাধ্যমেই উপযুক্ত জবাব দেয়া হবে পাকিস্তানি দোসরদের।
শেখ হাসিনা জানান, খালেদা জিয়া স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি তাদের মদদদাতাদেরও শাস্তির আওতায় আনার কথা বলেন তিনি।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের গণহত্যা দিবসের আলোচনায় এসব কথা বলেন শেখ হাসিনা।
একাত্তরের ২৫শে মার্চের কালরাত স্মরণে গণহত্যা দিবসে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ।
সভায় দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এতো অল্প সময়ে এতো বেশি সংখ্যক মানুষ হত্যার ইতিহাস পৃথিবীতে বিরল অথচ মুক্তিযুদ্ধে সেই শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেত্রী।
শেখ হাসিনা অভিযোগ করেন, ৭৫ পরবর্তী সরকারগুলো পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করে গেছে বলেই উন্নতি হয়নি দেশের।
যুদ্ধাপরাধী আর তাদের মদদদাতা উভয়েই সমান অপরাধী বলে শেখ হাসিনা উল্লেখ করে বলেন, তাদের বিচার হবেই।
অর্থনৈতিক মুক্তি অর্জনের পথে যে যাত্রা সূচিত হয়েছে তা থেমে থাকবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগ সভানেত্রী।