বিদেশ যাওয়ার পাঁয়তারা করছেন''খালেদা
নির্দিষ্ট হাসপাতালের চিকিৎসকের প্রেসক্রিপশনে বেগম জিয়া বিদেশ যাওয়ার পাঁয়তারা করছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।রোববার (১৭ জুন) দুপুরে ভোলা সদরের বালিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় অযথা দাবি-দাওয়া ত্যাগ করে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন তিনি।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, 'আমার অবাক লাগে যখন দেখি খালেদা জিয়া অসুস্থ। এখন আমার ব্যক্তগতভাবে মনে হচ্ছে খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ। কারণ তিনি যদি অসুস্থই হতেন বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে কেনো যাবেন না।
তোফায়েল আহমেদ বলেন, 'বাংলাদেশের সেনাবাহিনীর হাসপাতাল সিএমএইচ এটা একটা চমৎকার এবং বিখ্যাত হাসপাতাল। এখানে রাষ্ট্রপতি অসুস্থ হলেও তিনি চিকিৎসা নেন, প্রধানমন্ত্রী অসুস্থ হলে এখানে চিকিৎসা নেন, সেনা প্রধানরা অসুস্থ হলে তারা চিকিৎসা নেন। খালেদা জিয়া এখানেও চিকিৎসা নেবেন না।'
এ বিয়য়ে তিনি আরো বলেন, 'এর মানে হলো একজন মানুষ যদি অসুস্থ হতেন তাহলে যেকোনো হাসপাতালে তিনি চিকিৎসা নিতে যেতেন। বঙ্গবন্ধু হাসপাতালে নেওয়ার পর যদি চিকিৎসার ঘাটতি হতো তখন অন্য হাসপাতালের প্রশ্ন উঠতো।'
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, 'তিনি যে হাসপাতালে চান সেখানে হয়তো তার পছন্দের কোনো চিকিৎসক আছেন যে তার জন্য সুপারিশ করবেন বিদেশ ছাড়া তার চিকিৎসা হবে না। সুতরাং এটা বিদেশ যাবার জন্য একটা পায়তারা।'