জনসম্পৃক্ততা বাড়াতে চায় আ.লীগ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী বাছাইয়ের জন্য মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহের কাজ শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সভা, সেমিনারের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াতে চায় দলটি। আগামী নির্বাচনে দেশের যুব সমাজকে এগিয়ে রাখছেন তারা।আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের জন্য সাংগঠনিকভাবে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। ঈদের পরপরই দেশের বিভিন্ন এলাকায় গণসংযোগ, সভা, সেমিনার ও উঠান বৈঠকের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়িয়ে নির্বাচনে জয়লাভ করতে চায় ক্ষমতাসীন এই দল।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক জানান, আগামী নির্বাচনে দেশের যুব সমাজকে, বেশি অগ্রাধিকার দেবে আওয়ামী লীগ এবং তাদের কর্মসংস্থানের জন্য গড়ে তোলা হবে নতুন নতুন শিল্প কলকারখানা।
বড় দল হওয়ায় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেশি হতেই পারে। তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে বাকিদের। আর নির্বাচনকে সামনে রেখে বিএনপি কোন নাশকতার চেষ্টা করলে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানান এই নেতারা।
বর্তমান সরকারের অধীনেই নির্বাচন কমিশন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম বলে মনে করেন তারা। জনগণ আবারো আওয়ামী লীগকে বিজয়ী করবে বলেও প্রত্যাশা তাদের।