ঈদ খরচ কমিয়ে অসহায় দুঃস্থদের পাশে ওরা ১৩ জন
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা সদরের খট্টেশ্বর গ্রামের ১৩ জন যুবক তাদের ঈদ খরচের বাজেট কমিয়ে শতাধিক গরীব, অসহায়, দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। শুক্রবার বিকেলে খট্টেশ্বর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ফায়ারম্যান মো: মশিউর আলম মিন্টু খান’র উদ্দ্যোগে ও সুমন খন্দকারের আয়োজনে প্রতি বছরের ন্যায় ওই গ্রামের মোঃ এরশাদ আলী, মোঃ মতিউর খাঁন, তৌফিক প্রাং, জেমস প্রাং, মাহফুজুর সরদার, মো: মিতু, রুনজু আহমেদ, তানসিন আহমেদ, বিদ্যুৎ, নাইম হাসান, রনি’র সার্বিক সহযোগিতায় খট্টেশ্বর, রনসিংগার, রাণীনগর বাজার, পশ্চিম বালুভরা গ্রামের প্রায় শতাধিক গরীব, অসহায়, দুঃস্থদের মাঝে সেমাই, চিনি, চাল ও কাপড় বিতরণ করা হয়। প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আযহা’য় ওই ১৩ জন যুবক তাদের ঈদ খরচ কমিয়ে দুঃস্থদের পাশে দাঁড়ানোর উদ্দ্যোগ এলাকায় একে-অপরের প্রতি শান্তি-সম্প্রীতি স্থাপনে বেশ সাড়া জাগিয়েছে বলে স্থানীয়রা জানান।