হাসান-জাহাঙ্গীরের পাল্লাপাল্টি অভিযোগ গাজীপুরে
জমে উঠেছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তৃতীয় দিনের প্রচারণা। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি বিপুল সংখ্যক বহিরাগত জড়ো করছে বলে অভিযোগ বিএনপি প্রার্থী। আর এটি নিয়ন্ত্রণে বাসাবাড়ি তল্লাশির আহবান জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। আর এর জবাবে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তোলেন বিএনপি প্রার্থী।ছুটির খোলস থেকে বেরিয়ে আবারো ব্যস্ততার দিকে ঝুঁকছে গাজীপুর নগরী। সিটি নির্বাচনকে সামনে রেখে নগরবাসীর কর্মব্যস্ততায় বাড়তি মাত্রা এখন নির্বাচনী প্রচারণা। গত দুই দিনের তুলনায় (বুধবার ২০ জুন) সকাল থেকেই উৎসবে মুখর নগরীর অলি-গলি। প্রার্থী ও তাদের-কর্মী সমর্থকদের গণসংযোগে পুরোদমেই এখন জমে ওঠেছে প্রচারণার মাঠ।
সকাল ৯টা থেকে শুরু করে টঙ্গীর গাজীপুরা ও এরশাদনগরসহ বেশকিছু এলাকায় গিয়ে পথসভায় যোগ দেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। নির্বাচনকে ঘিরে অতীতের মতোই নৈরাজ্য সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তল্লাশি চালিয়ে বহিরাগতদের খুঁজে বের করতেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আহবান জানান এই প্রার্থী।
আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, ‘নির্বাচন কমিশনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো। প্রত্যেকটি জায়গায় তল্লাশি করা হউক। কোনোভাবে যেন খুনি পরিবারের সদস্য ও অন্য সদস্যরা যেন এখানে রক্তাক্ত করতে পারে।’
সকাল ১০টায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে একাধিক পথসভায় যোগ দেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার। ভোটারদের কাছে নগরীর উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরে নিজের পক্ষে ভোট চান তিনি।