গরীব দুঃখী মানুষের সুখে দুখে পাশে থাকেন হাজী আশরাফ হেসেন খান।
রুবেল মাদবর,মুন্সীগঞ্জ 4TV : দীর্ঘবছর যাবৎ যাকে দেখা যায় মাঠে ঘাটে হাটে বাজারে সকলের সাথে হাসি মুখে আপন জনের মতো মিলেমিশে আছে,সাধারন মানুষের সাথে মেলা মেশা করেন তাদের সুখ দুখের সাথী হয়ে থাকতে চায়। ও মাওয়া ঘাট দিয়ে ২১ জেলার মানুষের বাড়ি ফেরার পথ, যাতে যাএীদের কোন দুর্ভোগ পোহাতে না হয়, কোন যাত্রীর সাথে কেউ খারাপ ব্যবহার না করতে পারে, সেই দিকেও খেয়াল রাখেন সব সময়ই। তাই তাদের পাশে থেকে বাড়ী ফিরতে সাহায্য করেন, সে হলো মেদীনিমন্ডল ইউ পি চেয়ারম্যান ও মাওয়া সিবোড ঘাট ইজাদার, হাজী মোঃ আশরাফ হোসেন খান। তিনি জানান আমাদের প্রধান মন্তী দেশ ও দেশের জনগনের যেই ভাবে কাজ করে যাচ্ছে দেশের মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলেছে ,পদ্মা সেতু তাও আমাদের দেশের টাকায় হচ্ছে । আমি দোয়া করি দেত্ন শেখ হাসিনাকে আল্লাহ অনেক বছর বাচিয়ে রাখুক দেশ ও দেশের সেবা করতে পারবে।সেই সাথে আমি আল্লাহর কাছে দোয়া করি আমি যেন মানুষের কল্যনের জন্য জীবনের শেষ নিশ্বাস পযর্ন্ত কাজ করে যেতে পারি। এলাকা বাসি ও বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ মাঝারুল ইসলাম তুহিন ,জানান আশরাফ খান গরিব দুখিদের পাশে সব সময় থাকে ।বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জানান মোঃ আবুল খায়ের নয়ন বলেন দীর্ঘবছর যাবৎ দেখে আসছি আশরাফ খান গরিব দুখিদের বিয়েতে সহযোগিতা করেন ।