মাদক ব্যবসাকে লালকার্ড দেখিয়ে লালমনিরহাটে ২১ মাদক ব্যবসায়ী আত্মসমপর্ণ করেছেন
আসাদুজ্জামান সাজু 4TV :
মাদক ব্যবসাকে লালকার্ড দেখিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ২১জন পলাতক শীর্ষ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে অঙ্গীকারনামা দিয়ে আত্মসমপর্ণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আজ সকালে আদিতমারী থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এক সুধী সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২১ চিহ্নিত পলাতক মাদক ব্যবসায়ী উপস্থিত হয়ে পুলিশের কাছে আতœসর্মপন করেন। এসময় জেলা পুলিশ সুপার সহ পুলিশ ও প্রশাসনের কমকর্তারা ফুল দিয়ে মাদক ব্যবসায়ীদের বরণ করেন। আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সর্মপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লালমনিরহাট জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন,অতিরিক্ত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন,আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান,উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আবু বক্কর সিদ্দিক। এসময় পুলিশ সুপার বলেন,মাদক নির্মূলে লালমনিরহাট জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।যারা আজ আতœসর্মপন করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তাদের কে পর্যবেক্ষনে রাখা হবে।পূনরায় মাদক ব্যবসায় জড়িত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।তাছাড়াও সকল এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।এসময় তিনি জনপ্রতিনিধি,সুশীল সমাজ,ও সাংবাদিকেদের সহায়তা কামনা করেন।