চট্রগ্রামের অনিক হত্যা মামলার ২ আসামী ভারতে গ্রেপ্তার,বেনাপোল দিয়ে হস্তান্তর
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি 4TV
চট্টগ্রামে অনিক হত্যা মামলার দুই আসামি মহিউদ্দীন টুষার ও এখলাসুর রহমানকে গ্রেফতারের পর যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ পুলিশের হাতে হস্তান্তর করেছে কলকাতা পুলিশ।
সোমবার (২৫ জুন) বিকালে কলকাতা পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে এ হস্তান্তর করেন।
পরে ইমিগ্রেশন পুলিশ চট্রগ্রাম সিএমপি এর কাছে হম্তান্তর করেন।ইতিমধ্যে তারা বেনাপোল থেকে চট্টগ্রামের উদ্দ্যেশে রওনা হয়েছে।
গত শুক্রুবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ফ্রি স্ট্রিট স্কুল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মহিউদ্দিন তুষার মামলার প্রধান ও এখলাসুর রহমান ১০ নম্বর আসামি।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়,গত ১৭ জুন রাতে চট্রগ্রামের চট্টেশ্বরী পল্টন রোডে গাড়ির হর্ন দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুন হন স্থানীয় আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিনের ছেলে আবু জাফর অনিক (২৬)। আবু জাফর অনিক পেশায় গাড়ি চালক।
ঐদিন বিকেল ৫টার দিকে গাড়ির হর্ন দেওয়াকে কেন্দ্র করে আবু জাফর অনিকের ছোট ভাই আবু হেনা রনিকের সঙ্গে কথা কাটাকাটি হয় কিছু যুবকের।
পরে রাত ৮টার দিকে সেই সমস্যা সমাধানে গিয়েছিলেন বড়ভাই ও বাবা। সেখানে বাবার সামনে অনিককে ছুরিকাঘাত করে হত্যা করে মহিউদ্দীন তু্ষার ও তার সহযোগিরা।
পরে এ ঘটনায় ১২ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করেন অনিকের বাবা নাছির উদ্দিন।