নির্বাচনে দুই দলের পাল্টাপাল্টি অভিযোগ
এদিকে, দিনের শুরুতেই নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী। জনগণের ওপর আস্থা রেখে যেকোনো ফলাফল মেনে নেয়ার কথা জানালেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। অন্যদিকে, বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানান।
মঙ্গলবার (২৬ জুন) সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে আসেন ভোটাররা। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন তারা। তরুণদের পাশাপাশি ভোট দিতে আসেন বয়স্করাও। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা।
এ নির্বাচনে ৬টি কেন্দ্রে ইভিএম মেশিনে ভোটাধিকার প্রয়োগ করছেন নগরবাসী।
সকাল সোয়া ৯টায় নগরীর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ভোট প্রদান শেষে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় জনগণের রায় মেনে নেয়ার আশ্বাসও দেন তিনি।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘অবশ্যই রাজনৈতিক ব্যক্তি হিসেবে জনগণের রায় মেনে নিতে হবে। হার হলে হার, জিত হলে জিতই মেনে নিতে হবে।’