সুনামগঞ্জে রবীন্দ্র নজরুল জয়ন্তী ২০১৮ প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণও সাংস্কৃতিক অনুষ্ঠান
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে রবীন্দ্র নজরুল জয়ন্তী ২০১৮ প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তে পৌর শহরের ৩০ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন। সুনমগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ শফিউল আলমের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ নুরুজ্জামান। স্বাগত বক্তব্যে রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্ন্দ্র বর্মণ,জেলা যুব উন্নয়নের সহকারী উপ পরিচালক মোঃ শাহানুর,জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সোলেমান মিয়া,দৈনিক সুনামকন্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় প্রমুখ।
বক্তারা বলেন,আজকের শিশুদের আগামীদিনের ভবিষ্যৎ কান্ডারী হিসেবে গড়ে তুলতে হলে যেমন শিক্ষার কোন বিকল্প নেই পাশাপশি লেখাপড়ার পাশপাশি শরীর গঠনে লেখাধূলা ও সঙ্গীত বিদ্যার প্রয়োজন রয়েছে। তাই বর্তমান প্রজন্মের শিশুদের খেলাধূলা সঙ্গীত
বিদ্যায় প্রতিটি শিশুর অংশগ্রহন নিশ্চিত করতে উপস্থিত অভিভাবকদের প্রতি আহবান জানান। শেষে রবীন্দ্র ও নজরুল সঙ্গীতে অংশগ্রহনকারীদের মধ্যে বিজয়ী ২০ জন শিল্পীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।