গাংনীতে দুই ডেন্টাল ক্লিনিকের জরিমানা ও বন্ধের নির্দেশ
মেহেরপুর প্রতিনিধি 4TV
মেহেরপুরের গাংনীতে লাইসেন্স না থাকায় তহমিনা ডেন্টাল ক্লিনিক ও ওহাব ডেন্টাল নামের দুটি ডেন্টাল ক্লিনিকের ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা এবং লাইসেন্স না করা পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মহিদুল হক এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে স্বাস্থ্য বিভাগের পক্ষে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা মো: সজিব উদ্দীন অংশ নেন। মেডিক্যাল কর্মকর্তা মো: সজিব উদ্দীন জানান, গত ৬ জুন সিভিল সার্জন ওই দুটি ডেন্টাল ক্লিনিক পরিদর্শন করে লাইনসেন্স না থাকায় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। তারপরও তারা অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যে কারণে ভ্রাম্যমান আদালতেও তারা লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়ায় আদালত তাদের জরিমানা করেন ও লাইসেন্স না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। তিনি আরো জানান, এখন থেকে ক্লিনিকের পাশাপাশি ডেন্টাল ক্লিনিক গুলোর লাইসেন্স না থাকলে সরকারি ভাবে অভিযান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।