রোহিঙ্গাদের সহায়তায় ৪৮ কোটি ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক
রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশকে ৪৮ কোটি ডলার অপরিশোধনযোগ্য অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সংস্থাটির পরিচালনা পর্ষদ এ সহায়তার প্রথম কিস্তিতে ৫ কোটি ডলার ছাড়ের অনুমোদন দিয়েছে, যা বাংলাদেশে চলমান বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমে ব্যয় হবে। বরাদ্দ হওয়া এ অনুদান দেওয়া হচ্ছে কানাডা ও বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা-আইডিএ শাখার যৌথ উদ্যোগে।কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মা ও শিশুর স্বাস্থ্যসেবা, কিশোর বয়সীদের স্বাস্থ্যসেবা ও পুষ্টি, জন্ম নিয়ন্ত্রণ ও প্রজনন স্বাস্থ্যসেবার এ অর্থ ব্যয় করা হবে।
এক বিবৃতিতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং-কিম বলেন, রোহিঙ্গাদের দুর্দশা তাদের নাড়িয়ে দিয়েছে। রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজেদের ঘরে না ফেরা পর্যন্ত তাদের সহায়তার প্রস্তুত বিশ্বব্যাংক।