শ্রমিক ছাটাইয়ের জেরে আশুলিয়ায় কারখানায় ছুটি ঘোষনা
নিজস্ব প্রতিনিধি, সাভার:
সাভারের আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩০ শ্রমিক ছাটাইয়ের ঘটনায় শ্রমিক অসন্তোষের শঙ্কায় একটি তৈরি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষনা করেছে কতৃপক্ষ। এঘটনায় কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শনিবার সকালে বাইপাইল এলাকার ফাউন্টেন গার্মেন্ট মেনুফ্যাকচারিং লিমিটেড নামে কারখানায় এই ঘটনা ঘটে।
শ্রমিকদের অভিযোগ, গত বৃহস্পতিবার মালিকপক্ষ কারখানাটির প্রায় ৩০ জন শ্রমিককে ছাটাই করে। তবে কি কারণে তাদের ছাটাই করা হয়েছে সে ব্যাপারেও শ্রমিকদের জানানো হয়নি। এঘটনার পর শনিবার সকালে শ্রমিকরা কারখানায় যোগ দিতে গেলে তাদের ভেতরে প্রবেশ করতে বাঁধা দেয় কতৃপক্ষ। এঘটনাকে কেন্দ্র করে কারখানাটির অভ্যন্তরে প্রায় ৫ শতাধিক শ্রমিক কর্মবিরতি পালন শুরু করলে কারখানাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পরিস্থিতির অবনতি হলে কতৃপক্ষ কারখানাটিতে এক দিনের সাধারণ ছুটি ঘোষনা করা হয়। এসময় শ্রমিকরা কারখানা সংলগ্ন আশুলিয়া প্রেসক্লাব চত্বরে অবস্থান নিলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
তবে এব্যাপারে কারখানা কতৃপক্ষ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি।
এব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিনুর রহমান শামীম জানান, মালিকপক্ষের সাথে সমস্যাটি নিয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই বিষয়টি মিমাংসা করা হবে বলেও জানান তিনি।