ঝিনাইদহে ভিটামিন এ-প্ল + ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ 4TV
ঝিনাইদহে প্রথম পর্যায়ের ভিটামিন এ-+ ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সেসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জাম, সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, অতিরিক্তি পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: দুলাল চক্রবর্তী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আখতারুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জণ অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। এসময় বক্তারা বলেন, এবারের প্রথম পর্যায়ে ১৪ জুলাই তারিখে জেলার ৬ থেকে ১১ মাস বয়সের ২৮ হাজার ৩ শত ৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লক্ষ ৩৩ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও এই ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগীতা কামনা করেন তারা।