‘জনসম্পৃক্ততা রেখে নিরাপত্তা নিশ্চিত করতে হবে’
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জনগণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা অব্যাহত রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বুধবার (৪ জুলাই) বিকেলে ঢাকা সেনানিবাসে রেজিমেন্টের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের উদ্দেশে এ কথা বলেন রাষ্ট্রপতি।রাষ্ট্রপতি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের সঙ্গে সারা বিশ্বে জঙ্গিবাদসহ উগ্রবাদী নানা সংকট মাথাচাড়া দিয়ে উঠছে। এমন বাস্তবতায় সর্বাত্মক, সমন্বিত ও নিচ্ছিদ্র নিরাপত্তা প্রতিষ্ঠায় রেজিমেন্টকে যুগোপযোগী প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিতে হবে।