গাংনীতে প্রতিবন্ধী ও দুস্থ্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
এম এ লিংকন,মেহেরপুর 4TV
মেহেরপুরের গাংনীতে সমাজকল্যান মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের ব্যাক্তিগত তহবিল থেকে প্রতিবন্ধী ও দুস্থ্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় গাংনীস্থ জেলা ওয়ার্কার্স পাটির কার্যালয়ে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন ওয়ার্কর্স পার্টির কেন্দ্রীয় পলিট বুরে্য’র সদস্য কমরেড নুর আহমেদ বকুল। মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড আব্দুল মাবুদের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দীন,জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নুর জাহান বেগম,গাংনী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম,অধ্যাপক আব্দুর রশিদ,কুষ্টিয়া জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক কমরেড হাফিজ আহমেদ,পৌর কাউন্সিলর মিজানুর রহমান সহ ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ওয়ার্কর্স পার্টির কেন্দ্রীয় পলিট বুরে্য’র সদস্য কমরেড নুর আহমেদ বকুল বলেন,গাংনীর উন্নয়নে ওয়ার্কার্স পার্টি কাজ করে যাচ্ছে। ইতো পূর্বে গাংনীর উন্নয়নে ২৫ দফাদাবি উপস্থাপন করা হয়েছে। এছাড়া ভাটপাড়া জেলা প্রশাসক ইকোপার্কের জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিলেন তৎকালিন বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। গত কয়েকদিন আগে পার্কটির উন্নয়নে প্রায় ১ কোটি ১১ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দের চেক ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে পৌছেছে। রাশেদ খান মেনন বর্তমানে সমাজকল্যান মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাজকল্যান মন্ত্রনালয়ের পক্ষ থেকে গাংনীর প্রতিবন্ধী সহ সার্বিক উন্নয়ন করা হবে বলেন জানান তিনি।