সাভারে ডাকাতি;দুই নারী লাঞ্চিতের অভিযোগ
আব্দুস সাত্তার,সাভার: সাভারের একটি শ্রমিক কলোনীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা চারটি পরিবারের নগদ টাকাসহ সর্বশ কেড়ে নেয়। এসময় ডাকাতরা দুই নারীকে শারীরিক ভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। এছাড়াও ডাকাতদের হামলায় অন্তত ৪ জন আহত হয়েছে।
রোববার ভোরে রাতে সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকায় মাহিনুর ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারে সদস্যরা জানান, ভোরে ১০/১২ জনের একদল ডাকাত কলোনীর চারটি রুমে প্রবেশ করে সকল পুরুষদের একটি ঘরে অস্ত্রের মুখ জিম্মি করে হাত পা বেধে রাখে। এসময় ডাকাতরা ওই চারটি পরিবার থেকে নগদ ২০ হাজার টাকা,কয়ক ভরি স্বর্ণালঙ্কার,তিনটি অটোরিকসাসহ মূল্যমান মালামাল লুটপাট করে। এসময় ডাকাতরা বাড়ির দুই নারী সদস্যকে নিযাতন করেছে বলেও অভিযোগ উঠে।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পুরিদর্শন করেছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা পেয়েছি, কলোনীতে অটোরিক্সা, কিছু নগদ টাকা লুট করেছে র্দুবৃত্তরা। মালামাল ছিনিয়ে নেয়ার সময় নারীদের সঙ্গে র্দুবৃত্তদের ধস্তধস্তির ঘটনা ঘটেছে। তবে শ্লীলতাহানী বা লাঞ্চিতের বিষয়ে স্পষ্ট নয়। অন্যদিকে জমির মালিকনা নিয়ে রিবোধের বিষয়ও থাকতে পারে। সব বিষয় সামনে গুরুত্ব দিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।