পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের লাইসেন্স হস্তান্তর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নকশা ও চূড়ান্ত নির্মাণ কৌশলের লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এর ফলে, প্রথম ইউনিটের নির্মাণ কাজের পাশাপাশি দ্বিতীয় ইউনিটের নির্মাণও শুরু হবে।রোববার (৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নকশা ও নির্মাণ কৌশলের চূড়ান্ত লাইসেন্স বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের হাতে হস্তান্তর করে। এর ফলে, রূপপুরের প্রথম ইউনিটের পাশাপাশি এখন থেকে ১২'শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নির্মাণকাজ চলমান থাকবে।
লাইসেন্স দেয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন- আন্তর্জাতিক সব মানদণ্ড অনুসরণ করেই, গড়ে উঠছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সবঠিক থাকলে ২০২৩ সালে প্রথম এবং ২০২৪ সাল নাগাদ দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে, বাংলাদেশের পারমাণু ভিত্তিক প্রথম এই বিদ্যুৎ