বেনাপোল সীমান্তে ৯ লাখ হুন্ডির টাকাসহ এক পাচারকারী আটক
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি 4TV
যশোরের বেনাপোল সীমান্ত থেকে হুন্ডির ৯ লাখ টাকাসহ আঃ রাজ্জাক (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
সোমবার দুপুর ১২ টার সময় বেনাপোলের পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি বিজিবি পোষ্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রাজ্জাক পুটখালী গ্রামের মৃত আশানূর রহমানের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, পুটখালী সীমান্ত থেকে দুইজন হুন্ডি পাচারকারী বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে বেনাপোলের দিকে নিয়ে যাচ্ছে ।
এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে রাজ্জাককে মটরসাইকেল সহ আটক করা হয়।
পরে পুটখালী কোম্পানী সদরে নিয়ে তার শরীর তল্লাশি করে বাংলাদেশী ৯ লাখ টাকা উদ্ধার করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহম্মেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ৯ লাখ টাকাসহ রাজ্জাক নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করা হয়েছে। আটক রাজ্জাককে ও উদ্ধারকৃত টাকাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।