কন্টেইনারের পাশাপাশি কার্গো হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে সর ধরনের রেকর্ড ভঙ্গ করেছে চট্টগ্রাম বন্দর।
সীমিত যন্ত্রপাতি সত্বেও শুধুমাত্র হরতাল-অবরোধের মতো কোনো কর্মসূচি না থাকায় কন্টেইনারের পাশাপাশি কার্গো হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে সর ধরনের রেকর্ড ভঙ্গ করেছে চট্টগ্রাম বন্দর। ২০১৭-১৮ অর্থবছরে ২৮ লাখ ৮ হাজার কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। এছাড়া গত বছরের তুলনায় এবার ১২ কোটি ৯৪ লাখ মেট্রিক টন বেশি কার্গো হ্যান্ডলিং হয়েছে। উভয় ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১৬ শতাংশের বেশি। ২০১৭-১৮ অর্থবছরে দুই দিনে ১২ ঘন্টাকে ২৪ ঘন্টা ছাড়া পুরোদমে চালু ছিলো দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম। এর প্রভাব পড়েছে বন্দরের প্রবৃদ্ধি অর্জনে। গত অর্থবছরে চট্টগ্রাম বন্দর আগের বছরের চেয়ে ৩ লাখ ৫ হাজার টিইউএস কন্টেইনার বেশি হ্যান্ডেলিং করেছে, যা এ যাবতকালের রেকর্ড।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (পরিকল্পনা ও প্রশাসন) মো. জাফর আলম কলেন, 'এটি একটি ঈর্ষনীয় প্রবৃদ্ধি। এটি অর্জনের জন্য চট্টগ্রাম বন্দর যেভাবে পরিশ্রম করেছে, আউটডকের যারা আছেন তারাো পরিশ্রম করেছেন।'
একইভাবে কার্গো হ্যান্ডেলিং-এর ক্ষেত্রেো রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। ১৬.১৮ শতাংশ প্রবৃদ্ধি হিসেবে ২০১৭-১৮ অর্থবছরে কার্গো হ্যান্ডেলিং করা হয়েছে ৯২ কোটি ৯৩ লাখ ৩ হাজার ২২৮ মেট্রিকটন।
সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চু বলেন, 'রাজনৈতিক কোনো ভাংচুর, জ্বালাও পোড়াও ছিলো না, পাশাপাশি স্থিতিশীল থাকাকর কারণে ব্যবসায়ী এবং বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে কাজ করাতে এই রেকর্ড অর্জন করা সম্ভব হয়েছে।'