‘মানবপাচার রোধে অবদান রাখছে কোস্টগার্ড’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্লু -ইকোনমিসহ সমুদ্রপথে মানবপাচার ও মাদক চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড প্রশংসনীয় অবদান রাখছে। বুধবার (১১ জুলাই) সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে ১৯টি দেশের কোস্টগার্ড বাহিনীর যৌথ সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বর্তমানে সারা বিশ্বে সন্ত্রাসবাদ, মাদকদব্র পাচার, চোরাচালান, অবৈধ অস্ত্র মানব পাচার প্রতিরোধ ও অবৈধ মৎস্য আহরণসহ সমুদ্রে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে, তাদেরকে কঠোর হাতে প্রতিরোধ করছে কোষ্ট গার্ড। একটি নিরাপদ মেরিটাইম গড়ে তুলার জন্য সকলকে এক সঙ্গে কাজ করতে হবে।’